Sumi Shobnom

মন সহজে কি সই হবা।

চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা মন সহজে কি সই হবা। ডাবার পর মুগুর প’লে সেইদিনে গা টের পাবা।। বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে কোনদিনে পাতাল ধাবা তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।। সুখের আশ থাকলে মনে দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা। সুখ চেয়ে সোয়াস্তি ভালো [...]

2019-12-29T12:01:58+06:00Tags: , , , |

পারে লয়ে যাও আমায়।

পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে। তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই।। অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি। লালন কয় অকুলের পতি কে বলবে [...]

পারে কে যাবি নবির নৌকাতে আয়।

পারে কে যাবি নবির নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।। বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কি করবে বদর গাজী থাকবে কোথায়।। নবি না মানে যারা মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়। ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।। যেহি মুর্শিদ সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন [...]

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

তিন পাগলে হলো মেলা নদেয় এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদেয় এসে।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে। আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে। চৈতে নিতে [...]

নিগূঢ় প্রেম কথাটি।

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।। মেরাজ সে ভাবেরই ভুবন গুপ্ত ব্যক্ত আলাপ হয়রে দুইজন। কে পুরুষ আকার কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি রেখেছে।। কোন প্রেমের প্রেমিকা ফাতেমা করেন সাঁই কে পতি ভজনা। কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই মা বোল বলেছে।। কোন [...]

Go to Top