Kanak Chapa

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

খাঁচার ভিতর অচিন পাখি।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।। আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। তার উপরে সদর কোঠা আয়নামহল তায়।। কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায়।। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা [...]

মিলন হবে কত দিনে।

মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী তা হয় না কপাল গুণে।। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায়ে তেমন ঐ রূপ হেরি এ দর্পণে।। ঐ রূপ যখন স্মরণ হয় থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই ও [...]

Go to Top