Farida Parveen

মওলা বলে ডাক রসনা।

মওলা বলে ডাক রসনা গেল দিন ছাড় বিষয় বাসনা।। যেদিনে সাঁই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখনা।। সোনার কুঠুরি কোঠা রে মন সোনার খাট পালঙ্কে শয়ন। শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা।। ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি। লালন বলে হারলে [...]

গুণে পড়ে সারলি দফা।

গুণে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে। ভাবলিনে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে।। করলি বহু পড়াশোনা কাজে কামে ঝলসে কানা। কথায় তো চিড়ে ভেজে না জল কিংবা দুধ না দিলে।। আর কি হবে এমন জনম লুটবি মজা মনের মতন। বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন কার বা শালে।। হায়রে মজা তিলে [...]

সেই কালাচাঁদ নদেয় এসেছে।

সেই কালাচাঁদ নদেয় এসেছে। ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই কুলবতীর কুলনাশে।। মজবি যদি কালার পিরিতি আগে জান গে যা তার কেমন রীতি। প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে।। ঐ পদে কেউ রাজ্য যদিও দেয় তবু কালার মন নাহি পাওয়া যায়। রাধা বলে কাঁদছে এখন তারে কতো কাঁদিয়েছে।। ব্রজে ছিল জলদ কালো কী [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , |

পাবে সামান্যে কি তার দেখা।

পাবে সামান্যে কি তার দেখা বেদে নাই যার রূপরেখা।। সবে বলে পরম ইষ্টি কারো না হইলো দৃষ্টি। বরাতে করিল সৃষ্টি তাই লয়ে লেখাজোখা।। নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে। দোসর তার নাইকো পাশে ফেরে সে একা একা।। কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেবো। লালন বলে গুরু ভাবো যাবে রে মনের [...]

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। প্রেম সাধিতে ফাঁপরে উঠে কামনদীর তুফান।। প্রেম-রত্নধন পাবার আশে ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে। কামনদীর এক ধাক্কা এসে ছুটে যায় বাঁধন ছাদন।। বলবো কি সে প্রেমের কথা কাম হয়েছে প্রেমের লতা। কাম ছাড়া প্রেম যথাতথা নয় সে আগমন।। পরম গুরু প্রেম প্রকৃতি কাম গুরু হয় নিজ পতি। [...]

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই।

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই।। তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে। এই দেশে তা হলে পরে ব্যাভিচারী দণ্ড হয়।। শূকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। শুনে কেন মুসলমান হিন্দু পিছেতে হটায়।। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। সূক্ষ্মজ্ঞানে বিচার [...]

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।। বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই। পিছে পিছে ঘুরছে শমন কোনদিন হাতে দেবে দড়ি।। দরদের ভাই বন্ধুজনা ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।। যা করো তাই করো [...]

ধন্য ধন্য বলি তারে।

ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে।। ঘরের সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি। কিসে ঘর রবে খাঁটি ঝড়ি তুফান এলে পরে।। ঘরের মূলাধার কুঠুরি নয়টা তার উপরে চিলেকোঠা। তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। ঘরের উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি। লালন [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , |

সময় গেলে সাধন হবে না।

সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।। জানো না মন খালে বিলে থাকে না মীন জল শুকালে। কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।। অমাবস্যায় পূর্নিমা হয় মহাযোগ সেই দিনে উদয়। লালন বলে তাহার সময় [...]

যেখানে সাঁইর বারামখানা।

যেখানে সাঁইর বারামখানা। শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা।। যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরি। বুঝেও তা বুঝতে নারি কীর্তিকর্মার কি কারখানা।। আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না।। যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হলো না যতন। অকালের ফল পাকায় লালন দেখে শুনে [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , |
Go to Top