Chandana Majumder

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।। বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই। পিছে পিছে ঘুরছে শমন কোনদিন হাতে দেবে দড়ি।। দরদের ভাই বন্ধুজনা ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।। যা করো তাই করো [...]

এ গোকুলে শ্যামের প্রেমে।

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখী। কারো কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী।। অনেকে তো প্রেম করে এমন দশা ঘটে কারে। গঞ্জনা দেয় ঘরে পরে শ্যামের পদে দিয়ে আঁখি।। তলে তলে তলগোজা খায় লোকের কাছে সতী কওলায়। এমন সৎ অনেক পাওয়া যায় সদর যে হয় সেই পাতকী।। অনুরাগী রসিক হলে [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

পারে কে যাবি নবির নৌকাতে আয়।

পারে কে যাবি নবির নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।। বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কি করবে বদর গাজী থাকবে কোথায়।। নবি না মানে যারা মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়। ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।। যেহি মুর্শিদ সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন [...]

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে। দেখে ভবনদীর তুফান ভয়ে প্রাণ কেঁপে ওঠে।। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারি। তুমি যার হও কাণ্ডারি ভব ভয় তার যায় ছুটে।। সাধনার বল যাদের ছিল তারাই কূল কিনারা পেল। আমার দিন অকাজেই গেল। কি জানি হয় ললাটে।। পুরাণে শুনেছি খবর পতিত পাবন নাম তোর। লালন [...]

চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।। দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই দয়াল নামের দোষ রবে হে গোঁসাই। দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি তোমা ভিন্ন দোহাই আর দিব কার।। ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায় পিপাসীর প্রান যায় [...]

এমন সৌভাগ্য আমার কবে হবে।

এমন সৌভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।। সাধনের বল কিছুই নাই কেমনে সে পারে যাই। কূলে বসে দিচ্ছি দোহাই অপার ভেবে।। পতিত পাবন নামটি তোমার তাই শুনে বল হয় গো আমার। আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে।। গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন লালন বলে কী করিতে এলাম [...]

2017-06-03T21:04:30+06:00Tags: , , , |

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

আমারে কি রাখবেন গুরু চরণদাসী। ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়ার দিয়ে। সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।। চিনলাম না সে গুরু কি ধন করলাম না তার সেবা সাধন। ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।। গুরুরূপ যার বাঁধা হৃদয় শমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই [...]

Go to Top