Tuntun Shah

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়। চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।। যে নবি পারের কান্ডার জিন্দা সে চারযুগের উপর। হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।। কোন নবি হইলো ওফাত কোন নবি বান্দার হায়াত। লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।। যে নবী আজ সঙ্গে তোর চিনে মন তার দাওন ধর। লালন বলে [...]

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে।

এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে। দেখে ভবনদীর তুফান ভয়ে প্রাণ কেঁপে ওঠে।। পাপ পুণ্য যতই করি ভরসা কেবল তোমারি। তুমি যার হও কাণ্ডারি ভব ভয় তার যায় ছুটে।। সাধনার বল যাদের ছিল তারাই কূল কিনারা পেল। আমার দিন অকাজেই গেল। কি জানি হয় ললাটে।। পুরাণে শুনেছি খবর পতিত পাবন নাম তোর। লালন [...]

জানবো এই পাপী হতে।

জানবো এই পাপী হতে যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।। নদীয়া নগরে যত জন সবারে বিলালে প্রেমরত্নধন। আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে।। তোমারই সুপ্রেমের হাওয়ায় কাঠের পুতুল নলিন হয়। আমি দীনহীন ভজন বিহীন অপার হয়ে বসে আছি কুপথে।। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার। কেবল যায় [...]

এসো হে অপারের কাণ্ডারি।

এসো হে অপারের কাণ্ডারি। পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী।। প্রাপ্ত পথ ভুলে হে এবার ভবরোগে ভুগবো কত আর। তুমি নিজগুনে শ্রীচরণ দাও তবে কূল পেতে পারি।। ছিলাম কোথায় এলাম হেথায় আবার আমি যাই যেন কোথায়। তুমি মনোরথের সারথি হয়ে স্বদেশে লও মনেরই।। পতিত পাবন নাম তোমার গো সাঁই পাপী তাপী তাইতে দেয় দোহাই। [...]

মন তুই করলি একি ইতরপনা।

মন তুই করলি একি ইতরপনা। দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।। শুদ্ধরাগে থাকতে যদি হাতে পেতে অটলনিধি। বলি মন তাই নিরবধি বাগ মানে না।। কি বৈদিকে ঘিরলো হৃদয় হলো না সুরাগের উদয়। নয়ন থাকিতে সদাই হলি কানা।। বাপের ধন তোর খেলো সর্পে জ্ঞানচক্ষু নাই দেখবি কবে। লালন বলে হিসাব কালে যাবে জানা।। [...]

এক ফুলের মর্ম জানতে হয়।

এক ফুলের মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়।। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা। এমন ফুল দুনিয়ায় পয়দা জানিলে দুর্গতি যায়।। চিরদিন সেই যে ফুল, দিন দুনিয়ার মকবুল। যাতে পয়দা দিনের রাসুল, সে ফুলতো সামান্য নয়।। জন্মপথে ফুলের ধ্বজা ফুল ছাড়া নয় গুরু পূজা। সিরাজ সাঁই কয় এ ভেধ [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , , , |
Go to Top