চাঁদ ধরা ফাঁদ জান না রে মন।

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন লেহাজ নাই তোমার নাচানাচি সার একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।। সামান্যে রসের মর্ম পাবে কে কেবল প্রেমরসের রসিক সে। সে প্রেম কেমন, কর নিরূপণ প্রেমের সন্ধি জেনে থাক চেতন।। ভক্তিপাত্র আগে কর নির্ণয় মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়। নইলে হবে না প্রেম উপাসনা মিছে জল সেচিয়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

চিরদিন জল ছেঁচে মোর।

চিরদিন জল ছেঁচে মোর জল ছাড়ে না এ ভাঙ্গা নায়। এক মালা জল ছেঁচতে গেলে তিন মালা যোগায় তেতালায়।। ছুতোর বেটার কারসাজিতে জনম তরীর ছাদ মারা নয়। তরীর আশেপাশে কাষ্ঠ সরল মেজেল কাঠ গড়েছে তলায়।। আগায় মোর মন সর্বক্ষণ বসে বসে চোকম খেলায়। আমার দশা তলা ফাঁসা জল ছেঁচা সার গুদড়ী গলায়।। মহাজনের অমূল্য [...]

চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে।

চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে।। তুমি হে নব জলধর চাতকিনী ম’লো এবার। ঐ নামের ফল সুফল এবার রাখ ভুবনে।। তুমি দাতার শিরোমণি আমি চাতক অভাগিনী। তোমা ভিন্ন আর না জানি রাখ চরণে।। চাতক ম’লে যাবে জানা ঐ নামের গৌরব রবে না জল দিয়ে কর সান্তনা অবোধ লালনে।। [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , , |

চলো যাই আনন্দের বাজারে।

চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা অন্য বেচাকেনা নাইরে।। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে [...]

চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।। দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই দয়াল নামের দোষ রবে হে গোঁসাই। দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি তোমা ভিন্ন দোহাই আর দিব কার।। ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায় পিপাসীর প্রান যায় [...]

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে।

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে। চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।। হলে সে চাঁদের সাধন অধর চাঁদ হয় দরশন, হয়রে। চাঁদেতে চাঁদের আসন রেখেছে ঘিরে।। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদে দেয় চাঁদের খেওয়া, দেয়রে। জমিনেতে ফলছে মেওয়া চাঁদের সুধা ঝরে।। নয়নচাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে। লালন বলে বিপদ আমার গুরু [...]

চাতক স্বভাব না হলে।

অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।। মেঘে কত দেয় গো ফাঁকি তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি তারে সাধক বলে।। চাতক পাখির এমনি ধারা তৃষ্ণায় জীবন যায় গো মারা। অন্য বারি খায় না তারা মেঘের জল বিনে।। মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি। ফকির [...]

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়।

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয় সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়।। চাঁদের রাহু চাঁদের গ্রহন সে বড় করণ কারণ। বেদ পড়ে তার ভেধ অন্বেষণ পাবে কোথায়।। রবি শশী বিমুখ থাকে মাস অন্তে সুদৃষ্টি দেখে। মহাযোগ সেই গ্রহনযোগে বলতে লাগে ভয়।। কখন রাহু রূপ ধরে কোন চাঁদে কোন চন্দ্র ঘেরে। লালন কয় স্বরূপ দ্বারে দেখলে দেখা [...]

2017-06-03T21:04:34+06:00Tags: , , |

চিরদিন পুষলাম এক অচিন পাখি।

চিরদিন পুষলাম এক অচিন পাখি ভেদ পরিচয় দেয় না আমায় ঐ খেদে ঝরে আঁখি।। পাখি বুলি বলে শুনতে পাই রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি। চেনাল পেলে চিনে নিতাম যেতো মনের ধুকধুকি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না উপায় কি করি। কোন দিন জানি যাবে উড়ে ধুলো দিয়ে [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , , |
Go to Top