এসব দেখি কানার হাট বাজার।

এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার।। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে। সাধু কানা অন বিচারে আন্দাজে এক খুঁটি গেড়ে, চেনে না সীমানা কার।। এক কানা কয় আর এক কানারে চল এবার ভবপারে। নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারে বার।। কানায় কানায় উলামিলা [...]

2017-06-03T21:04:29+06:00Tags: , , , |

এলাহি আলমিন গো আল্লাহ।

এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি। ডুবায়ে ভাসাইতে পার ভাসায়ে কিনার দাও কারো। রাখো মারো হাত তোমার তাইতে তোমায় ডাকি আমি।। নূহ নামের এক নবীরে, ভাসালে অকুল পাথারে আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে। জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া কর স্বামী।। নিজাম নামের বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইতো তার মনে সুমতি দিলে, [...]

2017-06-03T21:04:30+06:00Tags: , , |

এমন সৌভাগ্য আমার কবে হবে।

এমন সৌভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।। সাধনের বল কিছুই নাই কেমনে সে পারে যাই। কূলে বসে দিচ্ছি দোহাই অপার ভেবে।। পতিত পাবন নামটি তোমার তাই শুনে বল হয় গো আমার। আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে।। গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন লালন বলে কী করিতে এলাম [...]

2017-06-03T21:04:30+06:00Tags: , , , |

পাখি কখন জানি উড়ে যায়।

পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়।। খাঁচার আড়া প'লো ধসে পাখি আর দাঁড়াবে কী সে। ঐ ভাবনা ভাবছি বসে চমক জ্বরা বইছে গায়।। কার বা খাঁচায় কেবা পাখি, কার জন্য মোর ঝরে আঁখি। আমার এই আঙ্গিনায় থাকি আমারে মজাইতে চায়।। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না। তবে [...]

এই মানুষে সেই মানুষ আছে।

এই মানুষে সেই মানুষ আছে কতো মুনি ঋষি যোগী তপস্বী তারে খুঁজে বেড়াচ্ছে।। জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে কে পায় আলেক মানুষ অমনই সদাই আছে আলেকে বসে।। অচিন দলে বসতি যার দ্বিদল পদ্মে বারাম তার দল নিরূপণ হবে যাহার সে রূপ দেখবে অনাসে।। আমার হলো বিভ্রান্ত মন বাইরে খুঁজি ঘরের ধন [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , |

এক ফুলের মর্ম জানতে হয়।

এক ফুলের মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়।। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা। এমন ফুল দুনিয়ায় পয়দা জানিলে দুর্গতি যায়।। চিরদিন সেই যে ফুল, দিন দুনিয়ার মকবুল। যাতে পয়দা দিনের রাসুল, সে ফুলতো সামান্য নয়।। জন্মপথে ফুলের ধ্বজা ফুল ছাড়া নয় গুরু পূজা। সিরাজ সাঁই কয় এ ভেধ [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , , , |
Go to Top