Pratima Bandyopadhyay

এ বড় আজব কুদরতি।

এ বড় আজব কুদরতি। আঠারো মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি।। কিবা রে কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে হয় নিরালা নীরে ক্ষীরে আছে জ্যোতি।। ফণি মণি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। তিন সময় তিন যোগ সে ধরে যে জানে সে মহারথী।। থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয়। লালন [...]

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]