Mansur Fakir

সদা মন থাকো বাহুঁশ

সদা মন থাকো বাহুঁশ, ধর মানুষ রূপ নিহারে। আয়না-আঁটা রূপের ছটা, চিলেকোঠায় ঝলক মারে।। স্বরূপ রূপে রূপ কে জানা, সেই তো বটে উপাসনা। গাঁজায় দম চড়িয়ে মনা, ব্যোমকালী আর বলিস না রে।। বর্তমানে দেখ ধরি, নরদেহে অটলবিহারী। মর কেন হড়িবড়ি, কাঠের মালা টিপে হা রে।। দেল ঢুঁড়ে দরবেশ যারা, রূপ নিহারে সিদ্ধি তারা। লালন [...]

2018-05-01T21:17:42+06:00Tags: , , |

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি।

কোথায় রইলে হে দয়াল কাণ্ডারি। এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরনতরী।। পাপীকে করিতে তারণ নাম ধরেছ পতিত পাবন। সেই ভরসায় আছি যেমন, চাতক মেঘ নিহারি।। যতই করি অপরাধ তথাপি হে তুমি নাথ। মারিলে মরি নিতান্ত বাঁচালে বাঁচতে পারি।। সকলরে নিলে পারে আমারে না চাইলে ফিরে। লালন বলে এ সংসারে আমি কি তোর এতই ভারি।। [...]

2017-06-03T21:04:23+06:00Tags: , , |
Go to Top