Biren Goshai

দাঁড়া কানাই একবার দেখি।

দাঁড়া কানাই একবার দেখি কে তোরে করিল বেহাল হলি রে কোন দুখের দুখী।। পরনে ছিল পীত-ধড়া মাথায় ছিল মোহনচূড়া। সে বেশ হইলি ছাড়া বেহাল বেশ নিলি কোন সুখী।। ধেনু রাখতে মোদের সাথে আবাই আবাই ধ্বনি দিতে। এখন এসে নদীয়াতে হরির ধ্বনি দাও এ ভাব কী।। ভুল বুঝি পড়েছে ভাই তোর আমি সেই ছিদাম নফর। [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , |

রাখিলেন সাঁই কূপজল করে।

রাখিলেন সাঁই কূপজল করে আন্দেলা পুকুরে।। কবে হবে সজল বরষা চেয়ে আছি সেই ভরসা। আমার এই ভগ্নদশা যাবে কতদিন পরে। এবার যদি না পাই চরণ আবার কি পরি ফ্যারে।। নদীর জল কূপজল হয় বিল বাওরে পরে রয় সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে। জীবের তেমনি ভজন বৃথা তোমার দয়া নাই যারে।। [...]

জানবো এই পাপী হতে।

জানবো এই পাপী হতে যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।। নদীয়া নগরে যত জন সবারে বিলালে প্রেমরত্নধন। আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে।। তোমারই সুপ্রেমের হাওয়ায় কাঠের পুতুল নলিন হয়। আমি দীনহীন ভজন বিহীন অপার হয়ে বসে আছি কুপথে।। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার। কেবল যায় [...]

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই। হাত বানানো চুল দাড়ি জট কোন ভাবুকের ভাব রে ভাই।। যাত্রাদলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী। এসব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছু নাই।। ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে। এরা কি বুঝে বেহাল পরে বললে কিছু শুনতে পাই।। না জানি এই কলির শেষে আর কত রঙ উঠবে [...]