যেতে সাধ হয়রে কাশী।

যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায়। আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।। হলো রে একি দশা সর্বনাশা মনের ঘোলায়। ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।। বিধাতা দেয় বাজি কিবা মন পাজি ফ্যারে ফেলায়। বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।। কলুর বলদ যেমন ঢেকে নয়ন পাকে চালায়। অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।। [...]

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। এলে ভালো হবেনা।। গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায়। উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী। এ পথে পড়েছে কালি এ কালি আর যাবেনা।। কেলে বধু জানা গেলো উপরে কালো ভিতরে কালো। লালন বলে [...]

যেখানে সাঁইর বারামখানা।

যেখানে সাঁইর বারামখানা। শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা।। যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরি। বুঝেও তা বুঝতে নারি কীর্তিকর্মার কি কারখানা।। আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না।। যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হলো না যতন। অকালের ফল পাকায় লালন দেখে শুনে [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , |

যার ভাবে মুড়েছি মাথা।

যার ভাবে আজ মুড়েছি মাথা। সে জানে আর আমি জানি আর কে জানে মনের কথা।। মনের কথা রাখবো মনে বলবো না তা কারো সনে। ঋণ শুধিব কতদিনে সদাই আমার সেই চিন্তা।। সুখের কথা বোঝে সুখী দুঃখের কথা বোঝে দুখী। পাগল বোঝে পাগলের বোল অন্যে কি বুঝিবে তা।। যারে ছিদাম তোরা দুই ভাই আমার বদহাল [...]

জানবো এই পাপী হতে।

জানবো এই পাপী হতে যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।। নদীয়া নগরে যত জন সবারে বিলালে প্রেমরত্নধন। আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌর আমা পানেতে।। তোমারই সুপ্রেমের হাওয়ায় কাঠের পুতুল নলিন হয়। আমি দীনহীন ভজন বিহীন অপার হয়ে বসে আছি কুপথে।। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার। কেবল যায় [...]

জান গে সেই রাগের করণ।

জান গে সেই রাগের করণ যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ।। শতকোটি গোপী সঙ্গে কৃষ্ণপ্রেম রসরঙ্গে। সে যে টলের কার্য নয় অটল না বলয় সে আর কেমন।। রাধাতে যে ভাব কৃষ্ণের জানে না তা গোপীগণে। সে ভাব না জেনে সে সঙ্গ কেমনে পাবে কোনজন।। শম্ভুরসের উপাসনা না জানিলে রসিক হয়না। লালন বলে সে যে [...]

2017-06-03T21:04:38+06:00Tags: , , |
Go to Top