নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়। চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।। যে নবি পারের কান্ডার জিন্দা সে চারযুগের উপর। হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।। কোন নবি হইলো ওফাত কোন নবি বান্দার হায়াত। লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।। যে নবী আজ সঙ্গে তোর চিনে মন তার দাওন ধর। লালন বলে [...]

নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়।

নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়। কেনরে মন কলির ঘোরে ঘুরছো ডানে বাঁয়।। আউয়ালে বিসমিল্লাহ্‌ বর্ত মূল জানো তার তিনটি অর্থ। আগমে বলেছে সত্য সে ভেধ ডুবে জানতে হয়।। নবি আদম খোদ বেখোদা এ তিন কভু নাহি জুদা। আদমকে করিলে সেজদা আলকজনা পায়।। যথায় আলক মোকাম বারি সফিউল্লাহ তাহার সিঁড়ি। লালন বলে মনের [...]

2017-06-03T21:04:21+06:00Tags: , , |

না বুঝে মজো না পিরিতে।

না বুঝে মজো না পিরিতে। বুঝে সুঝে করো পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে।। ভবের পিরিত ভূতের কীর্তন ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন। অবশেষে হয় তার মরণ তেমাথা পথে।। পিরিতের যদি হয় বাসনা সাধুর কাছে জান গে বেনা। লোহা যেমন স্পর্শে সোনা, হবে সেইমতে।। এক পিরিতের দ্বিভাব চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন। দেখে শুনে বলছে [...]

মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।

নিগম বিচারে সত্য গেলো যে জানা মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।। নিগম খবর নাহি জেনে কে বা সে মায়েরে চেনে। যাহার ভার দ্বীন দোনে দিলেন রব্বানা।। পুরুষ পরওয়ারদিগার অঙ্গে আছে প্রকৃতি তার। প্রকৃতি, প্রকৃতি সংসার সৃষ্টি সবজনা।। ডিম্বুর মধ্যে কে বা ছিল বাহির হইয়া কারে দেখিল। লালন কয় সে ভেদ যে পেল ঘুচলো [...]

নিচে পদ্ম চরকবাণে।

নিচে পদ্ম চরকবাণে যুগল মিলন চাঁদ চকোরা। সূর্যের সুসঙ্গে কমল কিরূপে হয় যুগল মিলন। জানলিনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।। স্ত্রী পুংলিঙ্গ ভবে নপুংসক না সম্ভবে যে লিঙ্গ ব্রহ্মাণ্ড 'পরে কি দিব তুলনা তারে। রসিকজনা জানতে পারে অরসিকে চমৎকারা।। সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছো সেই গুমানে। যে রতিতে জন্মে মতি সে রতির [...]

2017-06-03T21:04:38+06:00Tags: , , |

নিগূঢ় প্রেম কথাটি।

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।। মেরাজ সে ভাবেরই ভুবন গুপ্ত ব্যক্ত আলাপ হয়রে দুইজন। কে পুরুষ আকার কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি রেখেছে।। কোন প্রেমের প্রেমিকা ফাতেমা করেন সাঁই কে পতি ভজনা। কোন প্রেমের দায় ফাতেমাকে সাঁই মা বোল বলেছে।। কোন [...]

Go to Top