খালি ভাঁড় থাকবে রে পড়ে।

খালি ভাঁড় থাকবে রে পড়ে। দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে।। মন যদি গোলমরিচ হতো তবে কি আর কর্পূর যেত। তিলক আদি না থাকিত সুসঙ্গ ছেড়ে।। অমূল্য কর্পূর যাহা ঢাকা দেওয়া আছে তাহা। কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাঁড়ে।। সে ধন রাখিবার কারণ নিলে না গুরুর স্মরণ। লালন বলে বেড়াই এখন আগাড় ভাগাড়ে।। [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

খাঁচার ভিতর অচিন পাখি।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।। আট কুঠুরী নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। তার উপরে সদর কোঠা আয়নামহল তায়।। কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায়।। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা [...]

Go to Top