আজব রঙ ফকিরি।

আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই। তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ কে বুঝিবে তাই।। সর্বকেশী মুখে দাড়ি পরনে তার চুড়ি শাড়ি। কোথা হলে এলো এ সিঁড়ি জানতে উচিত চাই।। ফকিরি গোরের মাঝার দেখ রে করিয়ে বিচার। সাদা সোহাগিনী সবার উপর আধ ঘর শুনতে পাই।। সাদা সোহাগিনীর ভাবে প্রকৃতি হইতে হবে। লালন কয় মন পাবি [...]

2017-06-03T21:04:22+06:00Tags: , , |

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই। হাত বানানো চুল দাড়ি জট কোন ভাবুকের ভাব রে ভাই।। যাত্রাদলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী। এসব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছু নাই।। ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে। এরা কি বুঝে বেহাল পরে বললে কিছু শুনতে পাই।। না জানি এই কলির শেষে আর কত রঙ উঠবে [...]

আছে আদি মক্কা এই মানব দেহে।

আছে আদি মক্কা এই মানব দেহে দেখ না রে মন ভেয়ে। দেশ দেশান্তর দৌড়ে এবার মরছো কেন হাঁপিয়ে।। করে অতি আজব ভাক্কা গঠেছে সাঁই মানুষ-মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চারদ্বারে চার নূরের ইমাম মধ্যে সাঁই বসিয়ে।। মানুষ-মক্কা কুদরতি কাজ উঠছে রে আজগুবি আওয়াজ সাততলা ভেদিয়ে। আছে সিংহ দরজায় একজন দ্বারী নিদ্রাত্যাগী হয়ে।। তিল [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , , |

আমার দিন কি যাবে এই হালে।

আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকূলে। কত অধম পাপী তাপী অবহেলে তরালে।। জগাই মাধাই দুটি ভাই কাঁধা ফেলে মারিল গায় তারে ও তো নিলে। আমি তোমার কেউ নই দয়াল তাই কি মনে ভাবিলে।। অহল্যা পাষানী ছিল সেও তো মানব হলো প্রভুর চরণ ধূলে। আমি পাপী ডাকছি সদাই দয়া [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |

চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।

আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার।। দাসী ম’লে ক্ষতি নাই, যাই হে মরে যাই দয়াল নামের দোষ রবে হে গোঁসাই। দাও হে দুঃখ যদি, তবু তোমায় সাধি তোমা ভিন্ন দোহাই আর দিব কার।। ও মেঘ হইয়ে উদয় লুকালো কোথায় পিপাসীর প্রান যায় [...]

আপন সুরতে আদম গঠলেন দয়াময়।

আপন সুরতে আদম গঠলেন দয়াময়। তা নইলে কি ফেরেশতারে সেজদা দিতে কয়।। দুষে সে আদম সফি আজাজিল হল পাপী। মন তোমার লাফালাফি তেমনি দেখা যায়।। আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে। শেরেকি পাপ যারে বলে এ দীন দুনিয়ায়।। আদমি হলে চেনে আদম পশু কি তার জানে মরম। ফকির লালন বলে আদ্যধরম আদম [...]

2017-06-03T21:04:29+06:00Tags: , |

আপন ঘরের খবর নে না।

আপন ঘরের খবর নে না। অনা'সে দেখতে পাবি কোনখানে সাঁইর বারামখানা।। কমলকোঠা কারে বলি কোন মোকাম তার কোথা গলি। কোন সময় পড়ে ফুলি মধু খায় সে অলিজনা।। সূক্ষ্মজ্ঞান যার ঐক্য মুখ্য সাধকেরই উপলক্ষ। অপরূপ তার বৃক্ষ দেখলে চোখের পাপ থাকে না।। শুক্লনদীর সুখ সরোবর তিলে তিলে হয় গো সাঁতার। লালন কয় কীর্তিকর্মার কীর্তিকর্মার কী [...]

2017-06-03T21:04:29+06:00Tags: , , |

আছে ভাবের তালা যেই ঘরে।

আছে ভাবের তালা যেই ঘরে সেই ঘরে সাঁই বাস করে।। ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে মানুষের খেলা। ঘুচে যাবে মনের ঘোলা থাকলে সে রূপ নিহারে।। ভাবের ঘরে কি মূরতি ভাবের লন্ঠন ভাবের বাতি। ভাবের বিভাব হলে এক রতি অমনি সে রূপ যায় সরে।। ভাব নইলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখ মনুরায়। [...]

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

আমারে কি রাখবেন গুরু চরণদাসী। ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়ার দিয়ে। সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।। চিনলাম না সে গুরু কি ধন করলাম না তার সেবা সাধন। ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।। গুরুরূপ যার বাঁধা হৃদয় শমন বলে তার কিসের ভয়। লালন বলে মন তুই [...]

Go to Top