Lalon

মওলা বলে ডাক রসনা।

মওলা বলে ডাক রসনা গেল দিন ছাড় বিষয় বাসনা।। যেদিনে সাঁই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখনা।। সোনার কুঠুরি কোঠা রে মন সোনার খাট পালঙ্কে শয়ন। শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা।। ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি। লালন বলে হারলে [...]

রাত পোহালে পাখি বলে।

রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই। আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই।। এমন পাখি কে বা পোষে খেতে চায় সাগর শুষে তারে কি দিয়ে জোগাই।। আমার বুদ্ধি গেল সাধও গেল নাম হল রে পেটুক সাঁই।। আমি বলি ও আত্মারাম মুখেতে লও আল্লার নাম। তুমি যাতে মুক্তি [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কি সন্ধানে যাই সেখানে।

কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।। লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে। [...]

অনুরাগ নইলে কি সাধন হয়।

অনুরাগ নইলে কি সাধন হয়। সে তো শুধু মুখের কথা নয়।। বনের পশু হনুমান রাম বিনে তার নাইরে ধিয়ান। কইট্ মনে মুদে নয়ন অন্যরূপ না ফিরে চায়।। তার সাক্ষী দেখ চাতকেরে তৃষ্ণায় জীবন যায় মরে তবু অন্য বারি খায় না রে থাকে মেঘের জল আশায়।। রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চামকেটোতে সে রূপ সাধল [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

চিরদিন জল ছেঁচে মোর।

চিরদিন জল ছেঁচে মোর জল ছাড়ে না এ ভাঙ্গা নায়। এক মালা জল ছেঁচতে গেলে তিন মালা যোগায় তেতালায়।। ছুতোর বেটার কারসাজিতে জনম তরীর ছাদ মারা নয়। তরীর আশেপাশে কাষ্ঠ সরল মেজেল কাঠ গড়েছে তলায়।। আগায় মোর মন সর্বক্ষণ বসে বসে চোকম খেলায়। আমার দশা তলা ফাঁসা জল ছেঁচা সার গুদড়ী গলায়।। মহাজনের অমূল্য [...]

মন তোর আপন বলতে আর কে আছে।

মন তোর আপন বলতে আর কে আছে। তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সেও নয় আপনার। পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারায় পিছে।। মিছে মায়ার মদ খেও না প্রাপ্তপদ ভুলে যেও না। এবার গেলে আর হবেনা পড়বি কয় যুগের প্যাঁচে।। সারা নিশি দেখ মনুরায় নানান পক্ষী এক বৃক্ষে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মূল হারালাম লাভ করতে এসে।

মূল হারালাম লাভ করতে এসে দিয়ে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে। জনমভাঙ্গা তরী আমার বল ফুরালো জল সেঁচে।। গলুই ভাঙ্গা জলুই খসা বরাবরই এমনি দশা গাবকালিতে যায় না কসা কী করি তার নাই দিশে।। কত ছুতোর ডেকে আনি সারতে এই ভাঙ্গা তরণী এক জাগায় খোঁচ গড়তে অমনি আর এক জাগায় যায় ফেঁসে।। যে ছুতোরের নৌকা [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

খালি ভাঁড় থাকবে রে পড়ে।

খালি ভাঁড় থাকবে রে পড়ে। দিনে দিন কর্পূর তোর যাবে রে উড়ে।। মন যদি গোলমরিচ হতো তবে কি আর কর্পূর যেত। তিলক আদি না থাকিত সুসঙ্গ ছেড়ে।। অমূল্য কর্পূর যাহা ঢাকা দেওয়া আছে তাহা। কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাঁড়ে।। সে ধন রাখিবার কারণ নিলে না গুরুর স্মরণ। লালন বলে বেড়াই এখন আগাড় ভাগাড়ে।। [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

হীরা লাল মতির দোকানে গেলে না।

হীরা লাল মতির দোকানে গেলে না। সদাই কিনলি রে পিতল দানা।। চটকে ভুলে রে মন হারালি অমূল্য ধন। হারলে বাজি কাঁদলে তখন আর সারে না।। পিছের কথা আগে ভাবে উচিত বটে তাই জানিবে। গত কাজের বিধি কিরে মন রসনা।। ব্যাপারে লাভ করলে ভাল সে গুণপনা জানা গেল। লালন বলে মিছে হলো আওনা যাওনা।। [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মনের নেংটি এঁটে করো রে ফকিরী।

মনের নেংটি এঁটে করো রে ফকিরী। আমানতের ঘরে যেন হয় নারে চুরি।। এদেশেতে দেখি সদায় ডাকিনী যোগিনীর ভয়। দিনেতে মানুষ ধরে খায় থেকো হুঁশিয়ারী।। বারে বারে বলি রে মন করো রে আত্মসাধন। আকর্ষণে দুষ্ট দমন করো ধরি ধরি।। কাজ দেখি ধড়ফড়ে নেংটি তোমার নড়বড়ে। খাটবে নারে লালন ভেড়ে টাকশালে চাতুরী।। খোদা [...]

Go to Top