কোন কলে নানান ছবি।

কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে। উপর উপর বেড়াও ঘুরে গভীরে ডুবিল না হৃদয়।। কলের পাখি কলের চুয়া কলের মোহর গিরে দেওয়া। কল ছুটিলে যাবে হাওয়া কে রবে কোথায়।। আপন দেহের কল না ঢুঁড়ে বেভুল হলে কলমা পড়ে। ফকির [...]

কে বোঝে মাওলার আলেকবাজি।

কে বোঝে মাওলার আলেকবাজি। করছে রে কোরানের মানে যা আসে যার মনের বুঝি।। একই কোরান পড়াশোনা কেউ মৌলভি কেউ মাওলানা। দাহেরা হয় কতজনা সে মানেনা শরার কাজি।। রোজ কেয়ামত বলে সবাই কেউ বলেনা তারিখ নির্ণয়। হিসাব হবে কি হচ্ছে সদাই কোন কথায় মন রাখি রাজি।। ম'লে জান ইল্লিন সিজ্জিন রয় যতদিন রোজ হিসাব না [...]

কে তোমারে এ বেশ ভূষণ।

কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ আর ডোর কোপিনী।। জিন্দা মরার পোশাক পরা আপন ছুরত আপনি সারা। ভবলোককে ধ্বংস করা দেখি অসম্ভব করণী।। যে মরণের আগে মরে শমনে ছোঁবে না তারে। শুনেছি সাধুর দ্বারে তাই বুঝি করেছ ধনি।। সেজেছ সাজ ভালই তরো মরে যদি ডুবতে পারো। [...]

কী আইন আনিলেন নবি সকলের শেষে।

কী আইন আনিলেন নবি সকলের শেষে। রেজাবন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে।। ঈসা মুসা দাউদ নবি বেনামাজি নহে কভি। শেরেক বেদাত সকল ছিল নবি কি জানালেন এসে।। ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব বাতিল হলো কিসের অভাব। তবে নবি পয়গম্বর কী খাস ভেবে আমি না পাই দিশে।। ফোরকানের দরজা ভারি কিসে হলো বুঝতে নারি। তাই [...]

2017-06-03T21:04:12+06:00Tags: , , , |

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই।

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়। কি রঙ্গ সাঁই দেখছে সদাই বসে নিগম ঠাঁই।। এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে। ভাগ্যগতি আখের তারে দেখতে যদি পাই।। সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো। লালন কয় নিজ [...]

কই হল মোর মাছ ধরা।

কই হল মোর মাছ ধরা। চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা।। একে যাই ধাপো বিলি তাতে হল ঠেলা জালি ওঠে শামুকের ভারা। শুভ যোগ না পেলে, সে মাছ এলে হয় না কভু ক্ষার ছাড়া। আমি যোগ বুঝিনে ঝিম চিনিনে আন্দাজে হই চাপমারা।। কেহ বলা কওয়া করে মাছ ধরতে যাই প্রেম সাগরে যে নদীর হয় [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। প্রেম সাধিতে ফাঁপরে উঠে কামনদীর তুফান।। প্রেম-রত্নধন পাবার আশে ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে। কামনদীর এক ধাক্কা এসে ছুটে যায় বাঁধন ছাদন।। বলবো কি সে প্রেমের কথা কাম হয়েছে প্রেমের লতা। কাম ছাড়া প্রেম যথাতথা নয় সে আগমন।। পরম গুরু প্রেম প্রকৃতি কাম গুরু হয় নিজ পতি। [...]

আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে।

আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে।। আরবী ভাষায় বলে আল্লাহ ফারসীতে কয় খোদাতালা। গড বলিছে যীশুর চেলা ভিন্ন দেশে ভিন্নভাবে।। মনের ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে। মনাতীত অধরে চিনতে ভাষাবাক্য নাহি পাবে।। আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের সৃজন। অনামক চেনায় বচন বাগেন্দ্রিয় [...]

কারে সুধাই আজ সে কথা।

কারে সুধাই আজ সে কথা কি সাধনে পাবো তারে যে আমার জীবনদাতা।। শুনতে পাই পাপী-ধার্মিক সবে ইল্লিন-সিজ্জিনে যাবে। হেথায় জান সব কয়েদ রবে তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা।। ইল্লিন-সিজ্জিন দুঃখ-সুখের ঠাঁই কোনখানে রেখেছেন গো সাঁই। হেথা কেন সুখ দুঃখ পাই কোথাকার ভোগ ভুগি কোথা।। যদি যখনকার পাপ তখন ভুগি শিশু কেন হয় গো রোগী। লালন [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

কে তোর মালেক চিনলি না রে।

কে তোর মালেক চিনলি না রে। মন তোর এমন জনম কি আর হবে রে।। দেবের দুর্লভ এবার মানবজনম তোমার। এমন জনমের আচার করলি কিরে।। নিঃশ্বাসের নাইরে বিশ্বাস পলকে করিবে নৈরাশ। তখন মনে রবে মনের আশ বলবি কারে।। এখনও শ্বাস আছে বজায় যা করো মন তাই সিদ্ধি হয়। সিরাজ সাঁই তাই বারে বার কয় লালনেরে।। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |
Go to Top