সদা মন থাকো বাহুঁশ

সদা মন থাকো বাহুঁশ, ধর মানুষ রূপ নিহারে। আয়না-আঁটা রূপের ছটা, চিলেকোঠায় ঝলক মারে।। স্বরূপ রূপে রূপ কে জানা, সেই তো বটে উপাসনা। গাঁজায় দম চড়িয়ে মনা, ব্যোমকালী আর বলিস না রে।। বর্তমানে দেখ ধরি, নরদেহে অটলবিহারী। মর কেন হড়িবড়ি, কাঠের মালা টিপে হা রে।। দেল ঢুঁড়ে দরবেশ যারা, রূপ নিহারে সিদ্ধি তারা। লালন [...]

2018-05-01T21:17:42+06:00Tags: , , |

স্বরূপে রূপ আছে গিলটি করা।

স্বরূপে রূপ আছে গিলটি করা। রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।। শতদল সহস্রদলে রূপ স্বরূপে ভাটা খেলে। ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।। রূপ বললে যদি হয় রূপসাধন তবে কি আর ভয় ছিল মন। সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।। আসবে বলে স্বরূপমণি থাক গা বসে ভাব-ত্রিবেণী লালন কয় সামাল ধনি সেই কিনারা।। [...]

2017-11-18T21:07:25+06:00Tags: , , , |

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।। কাঁটার মুখ কেউ চাঁছে না ময়ূর চিত্র কেউ করে না। এমনি মতে সব ঘটনা যার যাতে আছে সৃজন।। চিন্তামণি পদ্মিনী নারী এরাই পতিসেবার অধিকারী। হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন।। শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্ধভেদী। অশ্ব বৃষ বেহুশ [...]

সেই কালাচাঁদ নদেয় এসেছে।

সেই কালাচাঁদ নদেয় এসেছে। ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই কুলবতীর কুলনাশে।। মজবি যদি কালার পিরিতি আগে জান গে যা তার কেমন রীতি। প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে।। ঐ পদে কেউ রাজ্য যদিও দেয় তবু কালার মন নাহি পাওয়া যায়। রাধা বলে কাঁদছে এখন তারে কতো কাঁদিয়েছে।। ব্রজে ছিল জলদ কালো কী [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , |

সোনার মান গেল রে ভাই।

সোনার মান গেল রে ভাই বেঙ্গা এক পিতলের কাছে। শাল পটকের কপালের ফের কুষ্টার বোনাতে দেশ জুড়েছে।। বাজিল কলির আরতি প্যাঁচ প’লো ভাই মানীর প্রতি। ময়ূরের নৃত্য দেখি পেঁচায় পেখম ধরতে বসে।। শালগ্রামকে করে নোড়া ভূতের ঘরে ঘন্টা নাড়া। কলির তো এমনি দাঁড়া স্থুলকাজে সব ভুল পড়েছে।। সবাই কিনে পিতলদানা জহরের মূল্য হল না। [...]

সময় গেলে সাধন হবে না।

সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।। জানো না মন খালে বিলে থাকে না মীন জল শুকালে। কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।। অমাবস্যায় পূর্নিমা হয় মহাযোগ সেই দিনে উদয়। লালন বলে তাহার সময় [...]

সব লোকে কয় লালন কি জাত সংসারে।

সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।। সুন্নত দিলে হয় মুসলমান নারীলোকের কি হয় বিধান। বামন চিনি পৈতে প্রমাণ বামনী চিনি কি করে।। কেউ মালা কেউ তসবিহ গলে তাইতে কি জাত ভিন্ন বলে। আসা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে।। জগৎ জুড়ে [...]

সত্য বল সুপথে চল ওরে আমার মন।

সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন।। খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম তারে কসুর করবে যম। গদিয়ান মহাজন যেজন বসে কেনে প্রেমরতন।। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ ততোবার হবে জনম।। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় [...]

সাঁই আমার কখন খেলে কোন খেলা।

সাঁই আমার কখন খেলে কোন খেলা। জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা।। কখনো ধরে আকার কখনো হয় নিরাকার কেউ বলে আকার সাকার অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সবই সম্ভব তারই। দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে সাঁই বিনে কি খেল আছে। ফকির লালন কয় নাম ধরে সে [...]

সকলই কপালে করে।

সকলই কপালে করে। কপালের নাম গোপালচন্দ্র কপালের নাম গুয়ে গোবরে।। যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে। কপালে বিমতি হলে দূর্বা বনে বাঘে মারে।। কেউ রাজা কেউ ভিখারি কপালের ফ্যার হয় সবারই। মনের ফ্যারে বুঝতে নারি খেটে মরি অনাচারে।। যার যেমন মনের করুণা তেমনি ফল পেয়েছে সে না। লালন বলে ভাবলে হয়না বিধির [...]

2017-06-03T21:04:28+06:00Tags: , , , |
Go to Top