সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন।। খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম তারে কসুর করবে যম। গদিয়ান মহাজন যেজন বসে কেনে প্রেমরতন।। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না। যতবার করিবে হরণ ততোবার হবে জনম।। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে। সই হলো না একমন দিতে আসলেতে প’লো কম।। ফরিদা পারভিন নবনীতা চৌধুরী মাহমুদুজ্জামান বাবু Admin2017-06-03T21:04:21+06:00Tags: Farida Parveen, Mahmuduzzaman Babu, Nabanita Chowdhury, Shotto bol supothe chol, স|