লালনগীতি

কী আইন আনিলেন নবি সকলের শেষে।

কী আইন আনিলেন নবি সকলের শেষে। রেজাবন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে।। ঈসা মুসা দাউদ নবি বেনামাজি নহে কভি। শেরেক বেদাত সকল ছিল নবি কি জানালেন এসে।। ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব বাতিল হলো কিসের অভাব। তবে নবি পয়গম্বর কী খাস ভেবে আমি না পাই দিশে।। ফোরকানের দরজা ভারি কিসে হলো বুঝতে নারি। তাই [...]

2017-06-03T21:04:12+06:00Tags: , , , |

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন।

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন লেহাজ নাই তোমার নাচানাচি সার একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।। সামান্যে রসের মর্ম পাবে কে কেবল প্রেমরসের রসিক সে। সে প্রেম কেমন, কর নিরূপণ প্রেমের সন্ধি জেনে থাক চেতন।। ভক্তিপাত্র আগে কর নির্ণয় মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়। নইলে হবে না প্রেম উপাসনা মিছে জল সেচিয়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই।

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়। কি রঙ্গ সাঁই দেখছে সদাই বসে নিগম ঠাঁই।। এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে। ভাগ্যগতি আখের তারে দেখতে যদি পাই।। সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো। লালন কয় নিজ [...]

এক ফুলে চার রঙ ধরেছে।

এক ফুলে চার রঙ ধরেছে। সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে।। কারণবারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একুল ওকূল। শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল সে ফুলের মধুর আশে ঘুরতেছে।। মূল ছাড়া সে ফুলের লতা ডাল ছাড়া তার আছে পাতা। এ বড় অকৈতব কথা ফুলের ভাব কই কার কাছে।। ডুবে দেখ মন দেল-দরিয়ায় যে ফুলে [...]

গোষ্ঠে আর যাবোনা।

বলাই দাদার দয়া নাই প্রাণে। গোষ্ঠে আর যাবোনা মাগো দাদা বলাইয়ের সনে।। বড় বড় রাখাল যারা বনে বসে থাকে তারা। আমায় করে জ্যান্তে মরা ধেনু ফিরানে।। ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেনু রাখার বল থাকেনা। বলাই দাদা বোল বুঝেনা কথা কয় হেনে।। বনে যেয়ে রাখাল সবাই বলে এসো খেলি কানাই। হারিলে স্কন্ধে বলাই চড়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কই হল মোর মাছ ধরা।

কই হল মোর মাছ ধরা। চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা।। একে যাই ধাপো বিলি তাতে হল ঠেলা জালি ওঠে শামুকের ভারা। শুভ যোগ না পেলে, সে মাছ এলে হয় না কভু ক্ষার ছাড়া। আমি যোগ বুঝিনে ঝিম চিনিনে আন্দাজে হই চাপমারা।। কেহ বলা কওয়া করে মাছ ধরতে যাই প্রেম সাগরে যে নদীর হয় [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মওলা বলে ডাক রসনা।

মওলা বলে ডাক রসনা গেল দিন ছাড় বিষয় বাসনা।। যেদিনে সাঁই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখনা।। সোনার কুঠুরি কোঠা রে মন সোনার খাট পালঙ্কে শয়ন। শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা।। ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি। লালন বলে হারলে [...]

রাত পোহালে পাখি বলে।

রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই। আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই।। এমন পাখি কে বা পোষে খেতে চায় সাগর শুষে তারে কি দিয়ে জোগাই।। আমার বুদ্ধি গেল সাধও গেল নাম হল রে পেটুক সাঁই।। আমি বলি ও আত্মারাম মুখেতে লও আল্লার নাম। তুমি যাতে মুক্তি [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কি সন্ধানে যাই সেখানে।

কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। কতো ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে।। লালন বলে ম’লাম জ্বলে দিবানিশি জলে স্থলে। [...]

অনুরাগ নইলে কি সাধন হয়।

অনুরাগ নইলে কি সাধন হয়। সে তো শুধু মুখের কথা নয়।। বনের পশু হনুমান রাম বিনে তার নাইরে ধিয়ান। কইট্ মনে মুদে নয়ন অন্যরূপ না ফিরে চায়।। তার সাক্ষী দেখ চাতকেরে তৃষ্ণায় জীবন যায় মরে তবু অন্য বারি খায় না রে থাকে মেঘের জল আশায়।। রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চামকেটোতে সে রূপ সাধল [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |
Go to Top