Subhadra Sharma

চিরদিন জল ছেঁচে মোর।

চিরদিন জল ছেঁচে মোর জল ছাড়ে না এ ভাঙ্গা নায়। এক মালা জল ছেঁচতে গেলে তিন মালা যোগায় তেতালায়।। ছুতোর বেটার কারসাজিতে জনম তরীর ছাদ মারা নয়। তরীর আশেপাশে কাষ্ঠ সরল মেজেল কাঠ গড়েছে তলায়।। আগায় মোর মন সর্বক্ষণ বসে বসে চোকম খেলায়। আমার দশা তলা ফাঁসা জল ছেঁচা সার গুদড়ী গলায়।। মহাজনের অমূল্য [...]

গুরু বস্তু চিনে নে না।

গুরু বস্তু চিনে নে না। অপারের কাণ্ডারি গুরু তা বিনে কেউ কুল পাবে না।। কি কার্য করিব বলে এ ভবে আসিয়াছিলে। কি ছার মায়ায় রইলি ভুলে সে কথা মনে প’ল না।। হেলায় হেলায় দিন গেল মহাকালে ঘিরে এলো। আর কখন কি করবি বল রংমহলে পড়লে হানা।। ঘরে এখন বইছে পবন হতে পারে কিছু সাধন। [...]

আছে যার মনের মানুষ মনে তোলা।

আছে যার মনের মানুষ মনে তোলা সে কি জপে অন্য মালা। অতি নির্জনে বসে দেখছে খেলা।। কাছে রয় ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা। যে যা বোঝে সে তাই বুঝে থাক রে ভোলা।। যার যেখানে ব্যথা নেহাত সেখানে করে ডলামলা। তেমনি জেনো মনের মানুষ মনে তোলা।। যে জনা দেখে সে রূপ করিয়ে চুপ [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , , |
Go to Top