Kiran Chandra Roy

সোনার মান গেল রে ভাই।

সোনার মান গেল রে ভাই বেঙ্গা এক পিতলের কাছে। শাল পটকের কপালের ফের কুষ্টার বোনাতে দেশ জুড়েছে।। বাজিল কলির আরতি প্যাঁচ প’লো ভাই মানীর প্রতি। ময়ূরের নৃত্য দেখি পেঁচায় পেখম ধরতে বসে।। শালগ্রামকে করে নোড়া ভূতের ঘরে ঘন্টা নাড়া। কলির তো এমনি দাঁড়া স্থুলকাজে সব ভুল পড়েছে।। সবাই কিনে পিতলদানা জহরের মূল্য হল না। [...]

আমার ঘর খানায় কে বিরাজ করে।

আমার ঘর খানায় কে বিরাজ করে। জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।। নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে। হাতের কাছে যার ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে।। সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি। জল কি হুতাশন মাটি কি পবন কেউ বলে না আমায় নির্ণয় করে।। আপন ঘরের খবর হয়না বাঞ্চা [...]

এ বড় আজব কুদরতি।

এ বড় আজব কুদরতি। আঠারো মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি।। কিবা রে কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে হয় নিরালা নীরে ক্ষীরে আছে জ্যোতি।। ফণি মণি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। তিন সময় তিন যোগ সে ধরে যে জানে সে মহারথী।। থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয়। লালন [...]