বসত বাড়ির ঝগড়া কেজে।

বসত বাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না। কার গোয়ালে কে দেয় ধূমা সব দেখি তা না না না।। ঘরের চোরে ঘর মারে যার বসতের সুখ হয় কিসে তার। ভূতের কীর্তি যেমন প্রকার তেমনি তার বসতখানা।। দেখে শুনে আত্মকলহ বাড়ির কর্তাব্যক্তি হত হলো। সাক্ষাতে ধন চোরে গেল এ লজ্জা তো যাবে না।। সর্বজয় [...]