Bol re nimai bol amare

বলরে নিমাই বল আমারে।

বলরে নিমাই বল আমারে। রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা বেদাদিতে নাইরে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা তুই কি রূপে জানলি তারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য করে বলো আমায়। এমন বালক সময় এ বোল কে শেখালো তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেধ [...]

2017-06-03T21:04:15+00:00 Tags: , , , , |