Babu Fakir

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। [...]

বলরে নিমাই বল আমারে।

বলরে নিমাই বল আমারে। রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা বেদাদিতে নাইরে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা তুই কি রূপে জানলি তারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য করে বলো আমায়। এমন বালক সময় এ বোল কে শেখালো তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেধ [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

ধন্য মায়ের নিমাই ছেলে।

ধন্য মায়ের নিমাই ছেলে। এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরী নিলে।। ধন্যরে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কৌপিনী। শিখাইলে হরির ধ্বনি করেতে করঙ্গ দিলে।। ধন্য পিতা বলি তারে ঠাকুর জগন্নাথ মিশ্রে। যার ঘরে গৌরাঙ্গ হরি মানুষ রূপে জন্মাইলে।। ধন্য রে নদীয়াবাসী হেরিল গৌরাঙ্গশশী। যে বলে সে জীব সন্ন্যাসী লালন কয় সে প’লো ফ্যারে।। [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , , |

হীরা মতি জহুরা কোটিময়।

হীরা মতি জহুরা কোটিময়। সে চাঁদ লক্ষ করে যোজন ফাঁকে রয় কোটি চন্দ্র কোটিময়।। ঊনকোটি দেবতা সঙ্গে আছে গাঁথা ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয় জয়। যে জন শুদ্ধ সাধক হয় সে চাঁদ দেখিতে পায় সে জন মৃণাল ধরে উজান ধায়।। ষড়চক্র পরে আছে আদি বিধান তার পূর্ণ করে ষোলকলা ভেদ করে সপ্ততলা, তার [...]

দয়াল নিতাই কারো ফেলে যাবে না।

দয়াল নিতাই কারো ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না।। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরো নিতাই চাঁদের চরণ। পার হবি পার হবি তুফান অপারে কেউ থাকবে না।। হরিনাম তরনী লয়ে ফিরছে নিতাই নেয়ে হয়ে। এমন দয়াল চাঁদকে পেয়ে স্মরণ কেন নিলে না।। কলির জীবকে হয়ে সদয় পাড়ে যেতে ডাকছে নিতাই। ফকির লালন বলে [...]

আছে আদি মক্কা এই মানব দেহে।

আছে আদি মক্কা এই মানব দেহে দেখ না রে মন ভেয়ে। দেশ দেশান্তর দৌড়ে এবার মরছো কেন হাঁপিয়ে।। করে অতি আজব ভাক্কা গঠেছে সাঁই মানুষ-মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চারদ্বারে চার নূরের ইমাম মধ্যে সাঁই বসিয়ে।। মানুষ-মক্কা কুদরতি কাজ উঠছে রে আজগুবি আওয়াজ সাততলা ভেদিয়ে। আছে সিংহ দরজায় একজন দ্বারী নিদ্রাত্যাগী হয়ে।। তিল [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , , |