Abdul Alim

আমার ঘরের চাবি পরেরই হাতে।

আমার ঘরের চাবি পরেরই হাতে। কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা। আমি হলাম জন্মকানা না পাই দেখিতে।। রাজি হলে দারোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি। তারে বা কই চিনি শুনি বেড়াই কুপথে।। এই মানুষে আছে রে মন যারে বলে মানুষরতন। লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে।। [...]

চিরদিন পুষলাম এক অচিন পাখি।

চিরদিন পুষলাম এক অচিন পাখি ভেদ পরিচয় দেয় না আমায় ঐ খেদে ঝরে আঁখি।। পাখি বুলি বলে শুনতে পাই রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি। চেনাল পেলে চিনে নিতাম যেতো মনের ধুকধুকি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না উপায় কি করি। কোন দিন জানি যাবে উড়ে ধুলো দিয়ে [...]

2017-06-03T21:04:40+06:00 Tags: , , |