মনেরে বুঝাবো কত। মনেরে বুঝাবো কত। যে পথে মরণ ফাঁসি সেই পথে মন সদাই রত।। যে জলে লবন জন্মায় সেই জলে লবন গলে যায়। তেমনি আমার মন মনুরায় মরণ ফাঁসি নিচ্ছে সে তো।। চারের লোভে মত্স্য গিয়ে চালির উপর পড়ে ঝাঁপিয়ে, তেমনি আমার মন ভেয়ে একা একা হচ্ছে হত।। সিরাজ সাঁই দরবেশের বাণী বুঝবি লালন দিনি দিনি। শক্তিহারা ভাবুক যিনি সেকি পাবে গুরুর পদ।। অর্জুন ক্ষ্যাপা Admin2017-06-03T21:04:24+06:00Tags: Arjun Khyapa, Monere bujhabo koto, ম|