Waqeel Ahad

মওলা বলে ডাক রসনা।

মওলা বলে ডাক রসনা গেল দিন ছাড় বিষয় বাসনা।। যেদিনে সাঁই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখনা।। সোনার কুঠুরি কোঠা রে মন সোনার খাট পালঙ্কে শয়ন। শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা।। ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি। লালন বলে হারলে [...]

যার ভাবে মুড়েছি মাথা।

যার ভাবে আজ মুড়েছি মাথা। সে জানে আর আমি জানি আর কে জানে মনের কথা।। মনের কথা রাখবো মনে বলবো না তা কারো সনে। ঋণ শুধিব কতদিনে সদাই আমার সেই চিন্তা।। সুখের কথা বোঝে সুখী দুঃখের কথা বোঝে দুখী। পাগল বোঝে পাগলের বোল অন্যে কি বুঝিবে তা।। যারে ছিদাম তোরা দুই ভাই আমার বদহাল [...]

হক নাম বলো রসনা।

হক নাম বলো রসনা যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা।। শিয়রে শমন বসে কখন জানি বাঁধবে কষে। ভুলে রইলি বিষয় বিষে দিশে হলো না।। কয়বার যেন ঘুরে ফিরে মানব জনম পেয়েছো রে। এবার যেন অলস করি সে নাম ভুলো না।। ভবের ভাই বন্ধুয়াদি কেউ হবে না সঙ্গের সাথী। লালন বলে গুরুরতি করো সাধনা।। [...]

চাতক স্বভাব না হলে।

অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।। মেঘে কত দেয় গো ফাঁকি তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি তারে সাধক বলে।। চাতক পাখির এমনি ধারা তৃষ্ণায় জীবন যায় গো মারা। অন্য বারি খায় না তারা মেঘের জল বিনে।। মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি। ফকির [...]

Go to Top