Shuvo sadhushongo

লালন উত্তরসাধক খোদা বক্স সাঁই।

ফকির লালন সাঁইজীর তৃতীয় সিঁড়ির শিষ্য খোদা বক্স সাঁই এর দীক্ষাগুরু মনিরুদ্দীন শাহ্‌ ছিলেন লালন সাঁইজীর সাক্ষাত শিষ্য ও কালাম লিপিকার। বাবা কফিলউদ্দীন ও মা ব্যাশোরণ নেছা’র ঘরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাঁহাপুর গ্রামে  ৩০ চৈত্র, ১৩৩৪ (১৯২৮) সালে খোদা বক্স জন্মগ্রহণ করেন। খোদা বক্স লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত।  স্ত্রীর নাম রাহেলা খাতুন ওরফে [...]