Shosti Das Baul

আমার ঘরের চাবি পরেরই হাতে।

আমার ঘরের চাবি পরেরই হাতে। কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা। আমি হলাম জন্মকানা না পাই দেখিতে।। রাজি হলে দারোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি। তারে বা কই চিনি শুনি বেড়াই কুপথে।। এই মানুষে আছে রে মন যারে বলে মানুষরতন। লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে।। [...]

পারে কে যাবি নবির নৌকাতে আয়।

পারে কে যাবি নবির নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।। বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কি করবে বদর গাজী থাকবে কোথায়।। নবি না মানে যারা মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়। ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।। যেহি মুর্শিদ সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন [...]

হরি বলে হরি কাঁদে কেনে।

হরি বলে হরি কাঁদে কেনে ধারা বহে দু’নয়নে।। হরি বলে হরি গোরা দু’নয়নে বহে ধারা। কী ছলে এসেছে গোরা নদীয়া ভুবনে।। আমারা যত পুরুষ নারী দেখিতে আইলাম হরি। হরিকে হরিল হরি সেই হরি কোনখানে।। গৌরহরি দেখে এবার কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর। সেই হরি কী করে এবার লালন তাই ভাবে মনে।। [...]

2017-06-03T21:04:25+06:00Tags: , , |

কাল কাটালি কালের বশে।

কাল কাটালি কালের বশে এ যে যৌবন কাল কামে চিত্ত কাল কোন কালে তোর হবে দিশে।। যৌবনকালের কালে রঙে দিলি মন দিনে দিন হারা হলি পিতৃ ধন। গেল রবির জোর আঁখি হলো ঘোর কোনদিন ঘিরবে মহাকাল এসে।। যদের সঙ্গে রঙে মেতে র'লি চিরকাল কালাকালে তারাই হলো কাল। জান না কার কি গুণপনা ধনীর ধন [...]

2017-06-03T21:04:25+06:00Tags: , , |

কি শোভা করেছেন সাঁই রঙমহলে।

কি শোভা করেছেন সাঁই রঙমহলে অজান রূপে দিচ্ছে ঝলক দেখলে নয়ন যায়গো ভুলে।। জলের মধ্যে কলের কোঠা সপ্ত তালায় আয়না আঁটা। তার ভিতরে রূপের ছটা মেঘে যেমন বিজলী খেলে।। লাল জরদ ছনি মনি বলবো কি তার রূপ বাখানি। দেখতে যেমন পরশমণি তারার মালা চাঁদের গলে।। অনুরাগ যার বাঁধা হৃদয় তারই সে রূপ চোখে উদয়। [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |

দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়।

দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়। ঝরার খালে বাঁধ বাঁধিলে রূপের পুলক ঝলক দেয়।। পূর্বদিকে রত্নবেদী ডালিম্বের পুষ্পজ্যোতি তাহে খেলছে রূপ আকৃতি বিজলী চটকের ন্যায়।। তথায় ক্ষীরোদ রসে অখন্ড শিখর ভাসে। রত্নবেদীর ঊর্ধ্ব পাশে কিশোর কিশোরী রাই।। শ্রীরূপ আশ্রিত যারা সব খবরে জবর তারা। লালন বলে অধর ধরা ফাঁদ পেতে ত্রিবেনী রয়।। [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |

তিন পাগলে হলো মেলা নদেয় এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদেয় এসে।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে যেয়ে। আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে। চৈতে নিতে [...]

Go to Top