Shonar man gelo re vai

সোনার মান গেল রে ভাই।

সোনার মান গেল রে ভাই বেঙ্গা এক পিতলের কাছে। শাল পটকের কপালের ফের কুষ্টার বোনাতে দেশ জুড়েছে।। বাজিল কলির আরতি প্যাঁচ প’লো ভাই মানীর প্রতি। ময়ূরের নৃত্য দেখি পেঁচায় পেখম ধরতে বসে।। শালগ্রামকে করে নোড়া ভূতের ঘরে ঘন্টা নাড়া। কলির তো এমনি দাঁড়া স্থুলকাজে সব ভুল পড়েছে।। সবাই কিনে পিতলদানা জহরের মূল্য হল না। [...]