Shob loke koy lalon ki jat shongsare

সব লোকে কয় লালন কি জাত সংসারে।

সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।। সুন্নত দিলে হয় মুসলমান নারীলোকের কি হয় বিধান। বামন চিনি পৈতে প্রমাণ বামনী চিনি কি করে।। কেউ মালা কেউ তসবিহ গলে তাইতে কি জাত ভিন্ন বলে। আসা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে।। জগৎ জুড়ে [...]