Shahjahan Munshi

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

পার করো হে দয়াল চাঁদ আমারে।

পার করো হে দয়াল চাঁদ আমারে ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে।। পাপী অধম জীব হে তোমার তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে। পতিতপাবন পতিতনাশন বলবে কে আজ তোমারে।। না হইলে তোমার কৃপা সাধন সিদ্ধি কোথা বা কে করতে পারে। আমি পাপী তাইতে ডাকি ভক্তি দাও মোর অন্তরে।। জলে স্থলে সর্ব জায়গায় [...]

Go to Top