Shafi Mondol

অনুরাগ নইলে কি সাধন হয়।

অনুরাগ নইলে কি সাধন হয়। সে তো শুধু মুখের কথা নয়।। বনের পশু হনুমান রাম বিনে তার নাইরে ধিয়ান। কইট্ মনে মুদে নয়ন অন্যরূপ না ফিরে চায়।। তার সাক্ষী দেখ চাতকেরে তৃষ্ণায় জীবন যায় মরে তবু অন্য বারি খায় না রে থাকে মেঘের জল আশায়।। রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এল চামকেটোতে সে রূপ সাধল [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

মনের কথা বলবো কারে।

মনের কথা বলবো কারে মন জানে আর জানে মরম মজেছি মন দিয়ে যারে।। মনের তিনটি বাসনা নদীয়ায় করবো সাধনা নইলে মনের বিয়োগ যায় না তাইতে ছিদাম এ হাল মোরে।। কটিতে কৌপীন পরিবো করেতে করঙ্গ নেবো মনের মানুষ মনে রাখবো কর যোগাবো মনের শিরে।। যে দায়ের দায় আমার এ মন রসিক বিনে বুঝবে কোনজন গৌর [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , , |

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

চলো যাই আনন্দের বাজারে।

চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা।। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা অন্য বেচাকেনা নাইরে।। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে [...]