Renu

মন সহজে কি সই হবা।

চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা মন সহজে কি সই হবা। ডাবার পর মুগুর প’লে সেইদিনে গা টের পাবা।। বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে কোনদিনে পাতাল ধাবা তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।। সুখের আশ থাকলে মনে দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা। সুখ চেয়ে সোয়াস্তি ভালো [...]

2019-12-29T12:01:58+06:00Tags: , , , |

ক্ষম ক্ষম অপরাধ।

ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় সঙ্কটে পড়িয়া দয়াল বারে বার ডাকি তোমায়।। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি। রাখো মারো সে নাম নামি তোমারই এই জগৎময়।। পাপী অধম ত্বরাইতে সাঁই পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানবো হেথায় ত্বরাইলে আজ আমায়।। কসুর পেয়ে মারো যারে আবার [...]

পারে কে যাবি নবির নৌকাতে আয়।

পারে কে যাবি নবির নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।। বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কি করবে বদর গাজী থাকবে কোথায়।। নবি না মানে যারা মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়। ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।। যেহি মুর্শিদ সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন [...]

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে।। ভজ মানুষের চরণ দু’টি নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে।। শুনি ম’লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে।। আসসালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখাশোনা [...]

পাখি কখন জানি উড়ে যায়।

পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়।। খাঁচার আড়া প'লো ধসে পাখি আর দাঁড়াবে কী সে। ঐ ভাবনা ভাবছি বসে চমক জ্বরা বইছে গায়।। কার বা খাঁচায় কেবা পাখি, কার জন্য মোর ঝরে আঁখি। আমার এই আঙ্গিনায় থাকি আমারে মজাইতে চায়।। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না। তবে [...]

Go to Top