Rawshan Fakir

মনের হলো মতিমন্দ।

মনের হলো মতিমন্দ। তাইতে হয়ে রইলাম আমি জন্ম-অন্ধ।। ভবরঙ্গে থাকি মজে ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে। গুরুর দয়া হবে কিসে দেখে ভক্তিবিহীন পশুর ছন্দ।। ত্যাজিয়ে সুধারতন গরল খেয়ে ঘটাই মরণ। মানি নে সাধু গুরুর বচন তাইতে মূল হারায়ে শেষে হইরে ধন্ধ।। বালক বৃদ্ধ সকলে কয় সাধুচিত্ত আনন্দময়। লালন বলে আমার সদাই যায় না মনের [...]

2023-07-05T10:47:57+06:00Tags: , , , |

বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী।

বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।। বিষয় ছাড়িয়ে কবে আমার মন শান্ত হবে। আমি কবে সে চরণ করিব স্মরণ যাতে শীতল হবে তাপিত পরানি।। কোনদিন শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব। কি করি কি কই ভূতের বোঝা বই একদিন ভাবলাম না গুরুর বানী।। অনিত্য দেহেতে বাসা তাইতে এত [...]

যেতে সাধ হয়রে কাশী।

যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায়। আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।। হলো রে একি দশা সর্বনাশা মনের ঘোলায়। ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।। বিধাতা দেয় বাজি কিবা মন পাজি ফ্যারে ফেলায়। বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।। কলুর বলদ যেমন ঢেকে নয়ন পাকে চালায়। অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।। [...]

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। এলে ভালো হবেনা।। গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায়। উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী। এ পথে পড়েছে কালি এ কালি আর যাবেনা।। কেলে বধু জানা গেলো উপরে কালো ভিতরে কালো। লালন বলে [...]

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা।

শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা। বলো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যাথা।। আগে উদয় কামের রতি রস আগমন তারই গতি। সেই রসে করে স্থিতি খেলছে রসের প্রেমদাতা।। মন জানিত রসের করণ নয়রে সে প্রেমের ধরন। জল সেঁচে তার হয়রে মরণ কথায় কেবল বাজি জেতা।। মনের বাধ্য যে জন আপনার আপনি ভোলে [...]

ব্রজলীলে একি লীলে।

ব্রজলীলে একি লীলে কৃষ্ণ গোপীকারে জানাইলে।। যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলেন তার চরণ। একি ব্যবহার শুনতে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে।। লীলা দেখিয়ে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাইতে যোগী হলেন শ্যাম। দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায় নারীর পাদপদ্ম মাথায় নিলে।। ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ কি নারীর চিন্তায় হলেন গো হরি। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

বিষামৃত আছে রে মাখাজোখা।

বিষামৃত আছে রে মাখাজোখা। কেউ জানেনা কেউ শোনেনা যায়না জীবের দেলের ধোঁকা।। হিংসা নিন্দা তমঃ গেলে আলো হয় তার হৃদকমলে। অধমে উত্তম মেলে গুরু যারে হয় সখা।। মায়ের স্তনে শিশু ছেলে দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে। সেই ধারাতে জোঁক লাগিলে রক্তনদী পায় দেখা।। গাভীর ভান্ডে গোরচনা গাভী তাহার ভেধ জানেনা। সিরাজ সাঁই কয় লালন [...]

2017-06-03T21:04:24+06:00Tags: , , |

পাখি কখন জানি উড়ে যায়।

পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়।। খাঁচার আড়া প'লো ধসে পাখি আর দাঁড়াবে কী সে। ঐ ভাবনা ভাবছি বসে চমক জ্বরা বইছে গায়।। কার বা খাঁচায় কেবা পাখি, কার জন্য মোর ঝরে আঁখি। আমার এই আঙ্গিনায় থাকি আমারে মজাইতে চায়।। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না। তবে [...]

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে। অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।। ঈশানকোণে হামেশ ঘড়ি সে নড়ে কি আমি নড়ি। আমার আমি হাতড়ে ফিরি না পাই ধরিতে।। আমি আর সে অচিন একজন এক জায়গাতে থাকি দুজন। ফাঁকে থাকে লক্ষ্য যোজন না পাই দেখিতে।। ঢুঁড়ে হদ্দ মেনে আছি এখন বসে খেদাই মাছি। লালন বলে মরে বাঁচি কোন কার্যেতে।। [...]

2017-06-03T21:04:40+06:00Tags: , , , |
Go to Top