প্রেম পাথারে যে সাঁতারে।

প্রেম পাথারে যে সাঁতারে তার মরণের ভয় কি আছে। স্বরূপ মরণে সদা মত্ত যারা ঐ কাজে।। শুদ্ধ প্রেম রসিকের ধর্ম মানে না বেদ বিধির কর্ম। রসরাজ রসিকের মর্ম রসিক বৈ আর কে জেনেছে।। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ। যার অন্তরে সদানন্দ নিরানন্দ জানে না সে।। পাগল পায় পাগলের পারা দুই [...]