Prahlad bramachari

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই।

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়। কি রঙ্গ সাঁই দেখছে সদাই বসে নিগম ঠাঁই।। এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে। ভাগ্যগতি আখের তারে দেখতে যদি পাই।। সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো। লালন কয় নিজ [...]

আমার ঘরের চাবি পরেরই হাতে।

আমার ঘরের চাবি পরেরই হাতে। কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা। আমি হলাম জন্মকানা না পাই দেখিতে।। রাজি হলে দারোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি। তারে বা কই চিনি শুনি বেড়াই কুপথে।। এই মানুষে আছে রে মন যারে বলে মানুষরতন। লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে।। [...]

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

Go to Top