Okhondo mongola karong

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশিদিনে। আমি জানি নাকো তোমা বিনে তুমি গুরু পরাৎপর।। ভজে যদি না পাই তোমায় এ দোষ আমি দেবো বা কার। নয়ন দুটি তোমার উপর যা করো তুমি এবার।। আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে। [...]