Nohir Shah

আজব রঙ ফকিরি।

আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই। তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ কে বুঝিবে তাই।। সর্বকেশী মুখে দাড়ি পরনে তার চুড়ি শাড়ি। কোথা হলে এলো এ সিঁড়ি জানতে উচিত চাই।। ফকিরি গোরের মাঝার দেখ রে করিয়ে বিচার। সাদা সোহাগিনী সবার উপর আধ ঘর শুনতে পাই।। সাদা সোহাগিনীর ভাবে প্রকৃতি হইতে হবে। লালন কয় মন পাবি [...]

2017-06-03T21:04:22+06:00Tags: , , |

আমার দিন কি যাবে এই হালে।

আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকূলে। কত অধম পাপী তাপী অবহেলে তরালে।। জগাই মাধাই দুটি ভাই কাঁধা ফেলে মারিল গায় তারে ও তো নিলে। আমি তোমার কেউ নই দয়াল তাই কি মনে ভাবিলে।। অহল্যা পাষানী ছিল সেও তো মানব হলো প্রভুর চরণ ধূলে। আমি পাপী ডাকছি সদাই দয়া [...]

2017-06-03T21:04:27+06:00Tags: , , |
Go to Top