Nadim Shah

মনের কথা বলবো কারে।

মনের কথা বলবো কারে মন জানে আর জানে মরম মজেছি মন দিয়ে যারে।। মনের তিনটি বাসনা নদীয়ায় করবো সাধনা নইলে মনের বিয়োগ যায় না তাইতে ছিদাম এ হাল মোরে।। কটিতে কৌপীন পরিবো করেতে করঙ্গ নেবো মনের মানুষ মনে রাখবো কর যোগাবো মনের শিরে।। যে দায়ের দায় আমার এ মন রসিক বিনে বুঝবে কোনজন গৌর [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , , |

তুমি বা কার কে বা তোমার এই সংসারে।

তুমি বা কার কে বা তোমার এই সংসারে মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।। এত পিরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়। স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।। সময়ে সকলই সখা অসময় কেউ দেয় না দেখা। যার পাপে সে ভোগে একা চার যুগে রে।। আপনি যখন নয় আপনার কারে বলো আমার আমার। [...]

সকলই কপালে করে।

সকলই কপালে করে। কপালের নাম গোপালচন্দ্র কপালের নাম গুয়ে গোবরে।। যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে। কপালে বিমতি হলে দূর্বা বনে বাঘে মারে।। কেউ রাজা কেউ ভিখারি কপালের ফ্যার হয় সবারই। মনের ফ্যারে বুঝতে নারি খেটে মরি অনাচারে।। যার যেমন মনের করুণা তেমনি ফল পেয়েছে সে না। লালন বলে ভাবলে হয়না বিধির [...]

2017-06-03T21:04:28+06:00Tags: , , , |
Go to Top