Moner nengti ete koro re fokiri

মনের নেংটি এঁটে করো রে ফকিরী।

মনের নেংটি এঁটে করো রে ফকিরী। আমানতের ঘরে যেন হয় নারে চুরি।। এদেশেতে দেখি সদায় ডাকিনী যোগিনীর ভয়। দিনেতে মানুষ ধরে খায় থেকো হুঁশিয়ারী।। বারে বারে বলি রে মন করো রে আত্মসাধন। আকর্ষণে দুষ্ট দমন করো ধরি ধরি।। কাজ দেখি ধড়ফড়ে নেংটি তোমার নড়বড়ে। খাটবে নারে লালন ভেড়ে টাকশালে চাতুরী।। খোদা [...]

2017-06-03T21:04:13+06:00 Tags: , , , |