Momtaz Begum

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে।। ভজ মানুষের চরণ দু’টি নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে।। শুনি ম’লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে।। আসসালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেনা। বিশ্বাসীদের দেখাশোনা [...]

করি মানা কাম ছাড়েনা মদনে।

করি মানা কাম ছাড়েনা মদনে প্রেম রসিকা হব কেমনে।। এই দেহেতে মদন রাজা করে কাচারি কর আদায় করে লয়ে যায় হুজুরি। মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি করে সে মুনশিগিরি গোপনে।। চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে [...]

Go to Top