Mamun Nodia

কী আইন আনিলেন নবি সকলের শেষে।

কী আইন আনিলেন নবি সকলের শেষে। রেজাবন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে।। ঈসা মুসা দাউদ নবি বেনামাজি নহে কভি। শেরেক বেদাত সকল ছিল নবি কি জানালেন এসে।। ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব বাতিল হলো কিসের অভাব। তবে নবি পয়গম্বর কী খাস ভেবে আমি না পাই দিশে।। ফোরকানের দরজা ভারি কিসে হলো বুঝতে নারি। তাই [...]

2017-06-03T21:04:12+06:00Tags: , , , |

গোষ্ঠে আর যাবোনা।

বলাই দাদার দয়া নাই প্রাণে। গোষ্ঠে আর যাবোনা মাগো দাদা বলাইয়ের সনে।। বড় বড় রাখাল যারা বনে বসে থাকে তারা। আমায় করে জ্যান্তে মরা ধেনু ফিরানে।। ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেনু রাখার বল থাকেনা। বলাই দাদা বোল বুঝেনা কথা কয় হেনে।। বনে যেয়ে রাখাল সবাই বলে এসো খেলি কানাই। হারিলে স্কন্ধে বলাই চড়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি।

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তাঁর কি আছে কভু গোষ্ঠখেলা। ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারী তাঁর অংশকলা।। পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সে জন শক্তিতে উদয় শক্তিতে সৃজন। মহাভাবে সর্বচিত্ত আকর্ষণ বৃহদাগমে তাঁরে বিষ্ণু বলা।। সত্য সত্য স্মরণ বেদ আগমে কয় সচ্চিদানন্দ রূপে পূর্ণ ব্রহ্ম হয়। জন্মমৃত্যু যার নাই ভবের পর সে তো নয় স্বয়ং কভু নন্দলালা।। গুরুকৃপা [...]

2017-06-03T21:04:14+06:00Tags: , , , |

কারে সুধাই আজ সে কথা।

কারে সুধাই আজ সে কথা কি সাধনে পাবো তারে যে আমার জীবনদাতা।। শুনতে পাই পাপী-ধার্মিক সবে ইল্লিন-সিজ্জিনে যাবে। হেথায় জান সব কয়েদ রবে তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা।। ইল্লিন-সিজ্জিন দুঃখ-সুখের ঠাঁই কোনখানে রেখেছেন গো সাঁই। হেথা কেন সুখ দুঃখ পাই কোথাকার ভোগ ভুগি কোথা।। যদি যখনকার পাপ তখন ভুগি শিশু কেন হয় গো রোগী। লালন [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

পার করো দয়াল আমায় কেশে ধরে।

পার করো দয়াল আমায় কেশে ধরে। পড়েছি এবার আমি ঘোর সাগরে।। ছয়জনা মন্ত্রী সদাই অশেষ কুকান্ড বাঁধায়। ডুবালো ঘাট অঘাটায় আজ আমারে।। এ ভবকূপেতে আমি ডুবে হলাম পাতালগামী। অপারের কাণ্ডারি তুমি লও কিনারে।। আমি বা কার কে বা আমার বুঝে ও বুঝলাম না এবার। অসার কে ভাবিয়ে সার প’লাম ফেরে।। হারিয়ে সকল উপায় শেষ [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , |

নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়।

নবির তরিকতে দাখিল হলে সকল জানা যায়। কেনরে মন কলির ঘোরে ঘুরছো ডানে বাঁয়।। আউয়ালে বিসমিল্লাহ্‌ বর্ত মূল জানো তার তিনটি অর্থ। আগমে বলেছে সত্য সে ভেধ ডুবে জানতে হয়।। নবি আদম খোদ বেখোদা এ তিন কভু নাহি জুদা। আদমকে করিলে সেজদা আলকজনা পায়।। যথায় আলক মোকাম বারি সফিউল্লাহ তাহার সিঁড়ি। লালন বলে মনের [...]

2017-06-03T21:04:21+06:00Tags: , , |

আর আমারে মারিসনে মা।

আর আমারে মারিসনে মা। বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না।। ননীর জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে স্বল্পেতে গেলো জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে। সেই মা জননী নিঠুর হলে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বাঁধন যাই যেদিকে [...]

বনে এসে হারালাম কানাই।

বনে এসে হারালাম কানাই কি বলবো মা যশোদায়।। খেললাম সবে লুকোলুকি আবার হলো দেখাদেখি। কানাই গেল কোন মুল্লুকি খুঁজে নাহি পাই।। শ্রীদাম বলে নেবো খুঁজে লুকাবে কোন বন মাঝে। বলাই দাদা বলে বুঝি সে দেখা দেয় না ভাই।। সুবল বলে প'লো মনে বলেছিল একইদিনে। যাবে গুপ্ত বৃন্দাবনে গেলো বুঝি তাই।। খুঁজে খুঁজে হলাম সারা [...]

মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।

নিগম বিচারে সত্য গেলো যে জানা মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।। নিগম খবর নাহি জেনে কে বা সে মায়েরে চেনে। যাহার ভার দ্বীন দোনে দিলেন রব্বানা।। পুরুষ পরওয়ারদিগার অঙ্গে আছে প্রকৃতি তার। প্রকৃতি, প্রকৃতি সংসার সৃষ্টি সবজনা।। ডিম্বুর মধ্যে কে বা ছিল বাহির হইয়া কারে দেখিল। লালন কয় সে ভেদ যে পেল ঘুচলো [...]

করি মানা কাম ছাড়েনা মদনে।

করি মানা কাম ছাড়েনা মদনে প্রেম রসিকা হব কেমনে।। এই দেহেতে মদন রাজা করে কাচারি কর আদায় করে লয়ে যায় হুজুরি। মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি করে সে মুনশিগিরি গোপনে।। চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে [...]

Go to Top