Lalon

কে বোঝে মাওলার আলেকবাজি।

কে বোঝে মাওলার আলেকবাজি। করছে রে কোরানের মানে যা আসে যার মনের বুঝি।। একই কোরান পড়াশোনা কেউ মৌলভি কেউ মাওলানা। দাহেরা হয় কতজনা সে মানেনা শরার কাজি।। রোজ কেয়ামত বলে সবাই কেউ বলেনা তারিখ নির্ণয়। হিসাব হবে কি হচ্ছে সদাই কোন কথায় মন রাখি রাজি।। ম'লে জান ইল্লিন সিজ্জিন রয় যতদিন রোজ হিসাব না [...]

আমার মতো প্রাণ কাঁদিলে।

বুঝবি রে গৌরপ্রেমের কালে আমার মতো প্রাণ কাঁদিলে। দেখা দিয়ে গৌর ভাবের শহর আড়ালে লুকালে।। যেদিনে হতে গৌর হেরেছি আমাতে কী আমি আছি। কী যেন কী হয়ে গেছি প্রাণ কাঁদে গৌর বলে।। তোরা থাক জাত কূল লয়ে আমি যাই চাঁদ গৌর বলে। আমার দুঃখ বুঝলিনা রে এক মরণে না মরিলে।। চাঁদমুখেতে মধুর হাসি আমি [...]

2017-11-18T21:03:39+06:00Tags: , , |

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে ত্বরবি।। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি।। এই মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তারে পাবি।। [...]

কে তোমারে এ বেশ ভূষণ।

কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি। জিন্দা দেহে মরার বসন খিলকা তাজ আর ডোর কোপিনী।। জিন্দা মরার পোশাক পরা আপন ছুরত আপনি সারা। ভবলোককে ধ্বংস করা দেখি অসম্ভব করণী।। যে মরণের আগে মরে শমনে ছোঁবে না তারে। শুনেছি সাধুর দ্বারে তাই বুঝি করেছ ধনি।। সেজেছ সাজ ভালই তরো মরে যদি ডুবতে পারো। [...]

কী আইন আনিলেন নবি সকলের শেষে।

কী আইন আনিলেন নবি সকলের শেষে। রেজাবন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে।। ঈসা মুসা দাউদ নবি বেনামাজি নহে কভি। শেরেক বেদাত সকল ছিল নবি কি জানালেন এসে।। ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব বাতিল হলো কিসের অভাব। তবে নবি পয়গম্বর কী খাস ভেবে আমি না পাই দিশে।। ফোরকানের দরজা ভারি কিসে হলো বুঝতে নারি। তাই [...]

2017-06-03T21:04:12+06:00Tags: , , , |

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন।

চাঁদ ধরা ফাঁদ জান না রে মন লেহাজ নাই তোমার নাচানাচি সার একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।। সামান্যে রসের মর্ম পাবে কে কেবল প্রেমরসের রসিক সে। সে প্রেম কেমন, কর নিরূপণ প্রেমের সন্ধি জেনে থাক চেতন।। ভক্তিপাত্র আগে কর নির্ণয় মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়। নইলে হবে না প্রেম উপাসনা মিছে জল সেচিয়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই।

কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই।। চক্ষু আঁধার দেলের ধোঁকায় কেশের আড়ে পাহাড় লুকায়। কি রঙ্গ সাঁই দেখছে সদাই বসে নিগম ঠাঁই।। এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে। ভাগ্যগতি আখের তারে দেখতে যদি পাই।। সমঝে ভজন সাধন করো নিকটে ধন পেতে পারো। লালন কয় নিজ [...]

এক ফুলে চার রঙ ধরেছে।

এক ফুলে চার রঙ ধরেছে। সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে।। কারণবারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একুল ওকূল। শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল সে ফুলের মধুর আশে ঘুরতেছে।। মূল ছাড়া সে ফুলের লতা ডাল ছাড়া তার আছে পাতা। এ বড় অকৈতব কথা ফুলের ভাব কই কার কাছে।। ডুবে দেখ মন দেল-দরিয়ায় যে ফুলে [...]

গোষ্ঠে আর যাবোনা।

বলাই দাদার দয়া নাই প্রাণে। গোষ্ঠে আর যাবোনা মাগো দাদা বলাইয়ের সনে।। বড় বড় রাখাল যারা বনে বসে থাকে তারা। আমায় করে জ্যান্তে মরা ধেনু ফিরানে।। ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেনু রাখার বল থাকেনা। বলাই দাদা বোল বুঝেনা কথা কয় হেনে।। বনে যেয়ে রাখাল সবাই বলে এসো খেলি কানাই। হারিলে স্কন্ধে বলাই চড়ে [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |

কই হল মোর মাছ ধরা।

কই হল মোর মাছ ধরা। চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা।। একে যাই ধাপো বিলি তাতে হল ঠেলা জালি ওঠে শামুকের ভারা। শুভ যোগ না পেলে, সে মাছ এলে হয় না কভু ক্ষার ছাড়া। আমি যোগ বুঝিনে ঝিম চিনিনে আন্দাজে হই চাপমারা।। কেহ বলা কওয়া করে মাছ ধরতে যাই প্রেম সাগরে যে নদীর হয় [...]

2017-06-03T21:04:13+06:00Tags: , , , |
Go to Top