Lalon

ফকির লালন সাঁইজীর ১২৯তম তিরোধান বার্ষিকী।

১৬ থেকে ১৮ই অক্টোবর ২০১৯, ফকির লালন সাঁইজীর ১২৯তম তিরোধান বার্ষিকী উপলক্ষ্যে ছেউড়িয়ায় সাঁইজীর ধামে তিনদিনের সাধু সঙ্গ। লালন আখড়া। ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।

2019-09-26T19:24:50+06:00Tags: , , , |

ফকির লালন সাঁইজীর ১২৮তম তিরোধান বার্ষিকী।

১৬ থেকে ১৮ই অক্টোবর ২০১৮, ফকির লালন সাঁইজীর ১২৮তম তিরোধান বার্ষিকী উপলক্ষ্যে ছেউড়িয়ায় সাঁইজীর ধামে তিনদিনের সাধু সঙ্গ। লালন আখড়া। ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।

2018-09-28T14:43:58+06:00Tags: , , , |

ফকির লালন সাঁইজীর ১২৭তম তিরোধান বার্ষিকী।

১৬ থেকে ১৮ই অক্টোবর ২০১৭, ফকির লালন সাঁইজীর ১২৭তম তিরোধান বার্ষিকী উপলক্ষ্যে ছেউড়িয়ায় সাঁইজীর ধামে তিনদিনের সাধু সঙ্গ। লালন আখড়া। ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।

2017-09-13T20:42:53+06:00Tags: , , , |

পারে কে যাবি তোরা আয় না জুটে।

পারে কে যাবি তোরা আয় না জুটে। নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।। হরি নামের তরী আর রাধা নামের বাদাম তাঁর। পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।। নিতাই বড় দয়াময় পারের কড়ি নাহি লয়। এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।। ভাগ্যবান যেই ছিল সেই তরীতে পার হলো। লালন ঘোর তুফানে প'লো ভক্তি চটে।। [...]

2017-11-18T21:14:08+06:00Tags: , , , |

স্বরূপে রূপ আছে গিলটি করা।

স্বরূপে রূপ আছে গিলটি করা। রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।। শতদল সহস্রদলে রূপ স্বরূপে ভাটা খেলে। ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।। রূপ বললে যদি হয় রূপসাধন তবে কি আর ভয় ছিল মন। সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।। আসবে বলে স্বরূপমণি থাক গা বসে ভাব-ত্রিবেণী লালন কয় সামাল ধনি সেই কিনারা।। [...]

2017-11-18T21:07:25+06:00Tags: , , , |

কোন কলে নানান ছবি।

কোন কলে নানাবিধ আওয়াজ উদয়। কোন কলে নানান ছবি নাচ করে সদাই।। কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে। উপর উপর বেড়াও ঘুরে গভীরে ডুবিল না হৃদয়।। কলের পাখি কলের চুয়া কলের মোহর গিরে দেওয়া। কল ছুটিলে যাবে হাওয়া কে রবে কোথায়।। আপন দেহের কল না ঢুঁড়ে বেভুল হলে কলমা পড়ে। ফকির [...]

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।। কাঁটার মুখ কেউ চাঁছে না ময়ূর চিত্র কেউ করে না। এমনি মতে সব ঘটনা যার যাতে আছে সৃজন।। চিন্তামণি পদ্মিনী নারী এরাই পতিসেবার অধিকারী। হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন।। শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্ধভেদী। অশ্ব বৃষ বেহুশ [...]

Go to Top