Kartik Udas

বলরে নিমাই বল আমারে।

বলরে নিমাই বল আমারে। রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা বেদাদিতে নাইরে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা তুই কি রূপে জানলি তারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য করে বলো আমায়। এমন বালক সময় এ বোল কে শেখালো তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেধ [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

এই দেশেতে এই সুখ হলো।

এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি। পেয়েছি এক ভাঙ্গা তরী জনম গেল সেচতে পানি।। আর কিরে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে। আমার দিন এই হালে যাবে বাইয়ে পাপের তরনী।। আমি বা কার কে বা আমার প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার। বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি।। [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , , |