Gurur choron omullo dhon badho vokti roshe

গুরুর চরণ অমূল্য ধন।

গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে।। হিংসা নিন্দা তমঃ ছাড়ো মরার আগেতে মরো। তবে যাবে ভবপারে ঘুচবে মনের দিশে।। ষোলকলা পূর্ণরতি হতে হবে ভাবপ্রকৃতি। গুরু দেবেন পূর্ণরতি হৃদকমলে বসে।। পারাপারের খবর জানো মহর গুরুকে মানো। লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে।। [...]