Kohinur Akter Golapi

আমার ঘর খানায় কে বিরাজ করে।

আমার ঘর খানায় কে বিরাজ করে। জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।। নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে। হাতের কাছে যার ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে।। সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি। জল কি হুতাশন মাটি কি পবন কেউ বলে না আমায় নির্ণয় করে।। আপন ঘরের খবর হয়না বাঞ্চা [...]

গুরুর চরণ অমূল্য ধন।

গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে।। হিংসা নিন্দা তমঃ ছাড়ো মরার আগেতে মরো। তবে যাবে ভবপারে ঘুচবে মনের দিশে।। ষোলকলা পূর্ণরতি হতে হবে ভাবপ্রকৃতি। গুরু দেবেন পূর্ণরতি হৃদকমলে বসে।। পারাপারের খবর জানো মহর গুরুকে মানো। লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে।। [...]

ভজরে জেনে শুনে।

ভজরে জেনে শুনে নবী কলমা কলেন্দা আলী হালদাতা ফাতেমা দাতা কি ধন দানে।। নিলে ফতেমার স্মরণ ফতেহ্ হয় করণ আছে ফরমান সাঁইর জবানে।। সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই যুগে যুগে মাতা হন যোগেশ্বরী। সুযোগ না বুঝে কুযোগে মজে এ জীব মারা গেল ঘোর তুফানে।। শুনেছি মা তুমি অবিম্বধারী বেদান্তের উপরে গম্ভু তাহারি। তারে চেনা হলো [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |