Golam Fakir

জিজ্ঞাসিলে খোদার কথা।

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। তাইতে হয় দিন-রজনী জ্ঞানী গুনী তাই মানে।। একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। আকাশতো দেখে সকলে খোদা দেখে কয়জনে।। আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়। লালন বলে কেবা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে।। [...]

বসত বাড়ির ঝগড়া কেজে।

বসত বাড়ির ঝগড়া কেজে আমার তো কই মিটলো না। কার গোয়ালে কে দেয় ধূমা সব দেখি তা না না না।। ঘরের চোরে ঘর মারে যার বসতের সুখ হয় কিসে তার। ভূতের কীর্তি যেমন প্রকার তেমনি তার বসতখানা।। দেখে শুনে আত্মকলহ বাড়ির কর্তাব্যক্তি হত হলো। সাক্ষাতে ধন চোরে গেল এ লজ্জা তো যাবে না।। সর্বজয় [...]

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই। হাত বানানো চুল দাড়ি জট কোন ভাবুকের ভাব রে ভাই।। যাত্রাদলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী। এসব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছু নাই।। ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে। এরা কি বুঝে বেহাল পরে বললে কিছু শুনতে পাই।। না জানি এই কলির শেষে আর কত রঙ উঠবে [...]