Farida Parveen

ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।

ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সেকি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে।। পাতালে চোরের বহর দেখায় আসমানের উপর। তিন তারে হচ্ছে খবর শুভাশুভ যোগমতে।। কোথা ঘর কি বাসনা কে করে ঠিক ঠিকানা। হাওয়ায় তার লেনাদেনা হাওয়া মূলাধার তাতে।। চোর ধরে রাখবি যদি হৃদ-গারদ কর গে খাঁটি। লালন কয় খুঁটিনাটি থাকতে কি চোর দেয় ছুঁতে।। [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , |

আপন মনের বাঘে যারে খায়।

আপন মনের বাঘে যারে খায়। কোনখানে পালালে বাঁচা যায়।। বন্ধ ছন্দ করিরে এঁটে ফস করে যায় সকলই কেটে। অমনি সে গর্জিয়ে ওঠে মন পাখিরে হানা দেয়।। মরার আগে যে মরতে পারে কোন বাঘে কি করতে পারে। মরা কি সে আবার মরে মরিলে সে অমর হয়।। মরার আগে জ্যান্তে মরা গুরুপদে মন নোঙ্গর করা। লালন [...]

ক্ষম ক্ষম অপরাধ।

ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় সঙ্কটে পড়িয়া দয়াল বারে বার ডাকি তোমায়।। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি। রাখো মারো সে নাম নামি তোমারই এই জগৎময়।। পাপী অধম ত্বরাইতে সাঁই পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানবো হেথায় ত্বরাইলে আজ আমায়।। কসুর পেয়ে মারো যারে আবার [...]

আশা পূর্ন হলো না আমার মনের বাসনা।

আশা পূর্ন হলো না আমার মনের বাসনা।। বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা। কর না দিলে দেয় গো সাজা কারো দোহাই মানেনা।। বাঞ্চা করি যুগল পদে সাধ মিটাব ঐ পদ সেধে। বিধি বৈমুখ হলো তাতে দিল সংসার যাতনা।। পড়ে গেলাম বিধির বামে ভুল হলো মোর মূল সাধনে। লালন বলে এই নিদানে মুর্শিদ ফেলে [...]

পারে লয়ে যাও আমায়।

পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে। তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই।। অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি। লালন কয় অকুলের পতি কে বলবে [...]

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেহি জানতে পায় কলি যুগে হলো মানুষ অবতার।। বহুতর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায়। [...]

মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়।

মুর্শিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়। জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়।। নিরাকার হয় অচিন দেশে আকার ছাড়া চলেনা সে। নিরন্তর সাঁই অন্ত যার নাই যে যা ভাবে হয়।। মুনশি লোকের মুনশিগিরি রস নাহি তার ফষ্টি ভারি। আকার নাই যার বরজখ আকার বলে সর্বদাই।। নূরেতে কূল আলম পয়দা আবার বলে পানির [...]

2017-06-03T21:04:20+06:00Tags: , , |

পারে কে যাবি নবির নৌকাতে আয়।

পারে কে যাবি নবির নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।। বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কি করবে বদর গাজী থাকবে কোথায়।। নবি না মানে যারা মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়। ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।। যেহি মুর্শিদ সেইতো রাসুল ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। লালন [...]

বাড়ির কাছে আরশিনগর।

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো [...]

জাত গেল জাত গেল বলে।

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে বলো না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি [...]

Go to Top